Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

* ইউনিয়ন পরিষদের সাথে জরুরী যোগাযোগঃ- মোঃ আব্দুল আলীম, চেয়ারম্যান, মোবাইল- ০১৭১৬-৪২২২৬২, মোঃ আব্দুল আলীম, ইউপি সচিব, মোবাইল- ০১৭১৮ ৭৬৮৬৮৪, মোঃ আনোয়ার হোসেন উদ্যোক্তা, মোবাইল- ০১৩২১-৯৬১০১৮ অথবা ০১৭১৪-৭৭৯০৩৭ ধন্যবাদ...   * খেদাপাড়া ইউনিয়ন ওয়েব পোর্টালের কাজ হালনাগাদ করা হচ্ছে। আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাকে দুংখিত। 



শিরোনাম
ইপিআই (টিকাদান) সেবা
বিস্তারিত
 

 

3.9.1 সেবা প্রোফাইল

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মমারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

১। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়

২। মা ও শিশু  কল্যাণ কেন্দ্র

৩। ইউনিয়ন স্বাস্থ্য ও পঃ কঃ  কেন্দ্র

৪।কমিউনিটি ক্লিনিক

5। মেডিক্যাল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক

6।MFSTC

7।MCHTI

8।বেসরকারি সংস্থা

১। CHCP

২। পরিবার কল্যাণ সহকারী

৩।স্বাস্থ্য সহকারী

৪।টিকাদান কর্মী

৫। বেসরকারি সংস্থার কর্মী

 

১। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়

২। মা ও শিশু  কল্যাণ কেন্দ্র

৩। ইউনিয়ন স্বাস্থ্য ও পঃ কঃ  কেন্দ্র

৪।কমিউনিটি ক্লিনিক

৫।MFSTC

৬।MCHTI

৭।বেসরকারি সংস্থার ক্লিনিক

২-৫ মিনিট

 

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

জাতীয়ভাবে ইপিআই কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন প্রচার মাধ্যমে ব্যাপক প্রচার করা হয়। অত:পর নির্ধারিত দিনে টিকা প্রদান কেন্দ্রে শিশুকে নিয়ে আসতে হয় এবং শিশুর রেজিস্ট্রেশন করা হয়। টিকা প্রদানের নির্ধারিত দিনে টিকা প্রদান করেটিকা কার্ড হালনাগাদ করে প্রদান করা হয়।জন্মের৪৫দিনেরপরসকলশিশুকেটিকাপ্রদানকরাহয়।

সেবা প্রাপ্তির  শর্তাবলি

১। ০-১ বৎসরের শিশুদের টিকাদান

২। ১৫-১৮ মাস বয়সের শিশুদের হামের টিকা প্রদান

৩। গর্ভবতী মাদের ধনুষ্টংকারে টিকা প্রদান

৪।  ১৫-৪৯ বংসর বয়সী সন্তান ধারণক্ষম মহিলাদের টিটি টিকা প্রদান

৫। জাতীয় টিকা দিবস পালন

প্রয়োজনীয় কাগজপত্র

 ১। টিকার ষ্টক রেজিস্টার

২। শিশু ও গর্ভবতী রেজিস্টার

৩। টিকার টার্গেট রেজিস্টার

৪। টিকা কার্ড

৫। গর্ভবতী কার্ড

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

বিনামূল্যে

সংশ্লিষ্ট আইন/ বিধি/ নীতিমালা

১.ইপিআই ম্যানুয়াল

 

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

পরিবার কল্যাণ পরিদর্শিকা ও  পরিবার কল্যাণ সহকারীর  ক্ষেত্রে যথাক্রমে মেডিকেল অফিসার  এম সি এইচ (এফ পি)/ উপজেলা পঃ পঃ  অফিসার। অন্যন্য ক্ষেত্রে উপ-পরিচালক/ সহকারী পরিচালক (সি সি)। বেসরকারি সংস্থা, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবা কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্র প্রধান।

সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

)নাগরিক পর্যায়

১। সেবা গ্রহণের বিষয়ে ধারণার অভাব

২. সচেতনতার অভাব

৩. টিকা নেয়ার গুরুত্ব বুঝতে না পারা

৪। ভাসমান পরিবার

৫। দুর্গম এলাকা

৬। জনসচেনতার অভাব

)সরকারি পর্যায়

১. অপ্রতুল প্রচার প্রচারণা

২. স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিগণকে এ প্রোগ্রামে যথেষ্টভাবে সংযুক্ত করতে না পারা

৩. জনবলের অভাব

 

বিবিধ/অন্যান্য