খেধাপাড়া ইউনিয়নটির উত্তর পার্শ্ব বেষ্টনীতে হরিহর নদী ও পশ্চিম পার্শ্ব বেষ্টনী মহাকবি মাইকেল মধূসূদন দত্তের মেঘনাধ বদ কাব্যগ্রন্থে কপোতক্ষ নদের সেই কপোতক্ষ নদী। হরিহর ও কপোতক্ষ নদের অববাহিকায় গড়ে উঠা ৩২.৩ কিলোমিটার এলাকা জুড়ে খেদাপাড়া ইউনিয়নের অবস্থান। খেদাপাড়া ইউনিয়নের উল্লেখ্যযোগ্য দুইটি নদী হরিহর নদী ও কপোতক্ষ নদ রয়েছে। এছাড়াও এখানে একটি বাওড় আছে। যা খেদাপাড়া বাওড় নামে সকলের কাছে পরিচিত এবং অন্য দিকে খেদাপাড়া ইউনিয়নে কিছু উল্লেখ্যযোগ্য খাল বিদ্যমান।
১। ঝিকের খাল,
২। স্বরুপদা বাবু খাল ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস