১৯৯৯ সালের মাঝামাঝি সময় আমাদের পার্শের দেশ ভারত থেকে একটি ভেনকিস নামে দেশ বিখ্যাত কোম্পানীর পক্ষ হতে একটি প্রতিনিধি দলের আগমন ঘটে কোম্পানী করার উদ্দ্যেশে আমাদের দেশের দ্বিতীয় বৃহৎতম উপজেলা মনিরামপুরে। বিভিন্ন স্থানে জায়গার সন্ধান করতে থাকেন এই প্রতিনিথি দল। জাযগা নির্বাচন করেন খেদাপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড খড়িঞ্চী বিল সংলগ্ন স্থানে। ২০০০ সালের প্রথম দিকে কোম্পানীর কাজ খুবই দৃঢ়তার সহিত এগুতে থাকে। আসতে আসতে কোম্পানী নামক করণ করা হয় ভেনকিস লিমিটেড এর অগ্ন প্রতিষ্ঠান উত্তরা ফুড (প্রাইভেট) বাংলাদেশ লিমিটেড। এই কোম্পানী হওয়ার পর হতে অত্র ইউনিয়নের বেকার সমস্যা কিছুটা হলোও দুর করা সম্ভব হয়েছে। কোম্পানী এখন পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস