Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

* ইউনিয়ন পরিষদের সাথে জরুরী যোগাযোগঃ- মোঃ আব্দুল আলীম, চেয়ারম্যান, মোবাইল- ০১৭১৬-৪২২২৬২, মোঃ আব্দুল আলীম, ইউপি সচিব, মোবাইল- ০১৭১৮ ৭৬৮৬৮৪, মোঃ আনোয়ার হোসেন উদ্যোক্তা, মোবাইল- ০১৩২১-৯৬১০১৮ অথবা ০১৭১৪-৭৭৯০৩৭ ধন্যবাদ...   * খেদাপাড়া ইউনিয়ন ওয়েব পোর্টালের কাজ হালনাগাদ করা হচ্ছে। আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাকে দুংখিত। 



গ্রাম আদালত ব্যবহৃত রেজিষ্টারসমূহ


মামলাসমূহের রেজিষ্টারও ফরম



 ১ নং ফরম

ডিক্রী ও আদেশের রেজিষ্টার

............................ ইউনিয়ন পরিষদ

বত্‍সর

মামলার নং

গৃহীত হবার তারিখ

বাদীর নাম বিবরণ ও ঠিকানা

প্রতিবাদীর নাম বিবরণ ও ঠিকানা

বাদীর মনোনীত সদস্যের নাম

প্রতিবাদীর মনোনীত সদস্যদের নাম

 

 

 

 

 

 

 


 

গ্রাম আদলাতের চেয়ারম্যানের নাম

বিরোধের বিষয়বস্তু ও তয়দাদ

প্রতিবাদীর আপত্তি দাখিল করলে উহার সারমর্ম

সিদ্ধান্ত সর্বসম্মত কিনা, অন্যথায় সংখ্যা গরিষ্ঠতার অনুপাত

এখতিয়ার সম্পন্ন মুনসেফ কোন আদেশ দিলে উহার সারমর্ম ও তারিখ

মন্তব্য

১০

১১

১২

১৩

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 ২ নং ফরম

প্রতিবাদীর প্রতি সমন
......................................................................................................... ইউনিয়ন পরিষদ,
প্রাপক ................................................................................................................
যেহেতু, ........................... আপনার বিরুদ্ধে ............................................... নালিশ দাবী করে
এক দরখাস্ত করেছে এবং উহার জবাব দেবার জন্য আপনার হাজির হওয়া প্রয়োজন, সেহেতু এতদ্বারা
আপনাকে নির্দেশ দেয়া যাচ্ছে যে, আপনি ১৯........... সনের ................... মাসের .......................
তারিখ বেলা .......................... ঘটিকায় আমার নিকট হাজির হবে৷
 

তারিখ: .................................
সিলমোহর ....................... .....
                                                                                           ........................................

                                                                                    গ্রাম আদালতএর চেয়ারম্যানের স্বাক্ষর  



ইউনিয়ন পরিষদ
৩ নং ফরম

স্বাক্ষীর প্রতি সমন
........................................................................................ ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত৷ .................................... নং মামলায় প্রার্থী বনাম ............................................................
বরাবরে ....................................................................................................................
যেহেতু উপরোক্ত মামলার বাদী/প্রতিবাদীর পক্ষে কতিপয় বিষয়ে সাক্ষ্য দানের জন্য এবং/অথবা নিম্নবর্ণিত দলিলপত্র উপস্থাপিত করার জন্য আপনার হাজির হওয়া প্রয়োজন৷
সেহেতু এতদ্বারা আপনাকে নির্দেশ দেয়া যাচ্ছে যে আপনি ১৯ .............. সালের .................... মাসের
........................... তারিখে ব্যক্তিগতভাবে অত্র আদালতে হাজির হবার এবং নিম্নলিখিত দলিলপত্র সঙ্গে নিয়ে আসার জন্য নির্দেশ দেয়া গেল৷
১৷ ................................................................................................
২৷ ................................................................................................
৩৷ ................................................................................................
আপনি আইনসঙ্গত কোন অজুহাত ব্যতিরেকে হাজির হতে ব্যর্থ হলে ১৯৭৬ সনের গ্রাম আদালত অধ্যাদেশ বিধান অনুসারে জরিমানা দিতে দায়ী হবে৷
 

তারিখ:

সীলমোহর........
 

..................................

স্বাক্ষর
গ্রাম আদালতের চেয়ারম্যান
 

 

৪ নং ফরম

ডিক্রী বা আদেশের ফরম
..........................................................ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের ১ নং ফরমে বর্ণিত
......................................................................................মামলা নং ..........................
.................বাদী বনাম
..................................................... প্রতিবাদী৷
......................................................এর দাবী৷
অত্র দরখাস্ত অদ্য অত্র গ্রাম আদালত চূড়ান্ত নিস্পত্তির জন্য
ধার্য হওয়ায় আমরা সর্বসম্মতিক্রমে
.............................................. সংখ্যাগরিষ্ঠতায় হুকুম দিলাম যে ........................................................................................................................
.........................................................................................................................
.........................................................
 



তাং ......................................
সীল মোহর ...............................

................................

গ্রাম আদালতের চেযারম্যানের স্বাক্ষর


 

নং...........

৬ নং ফরম
জরিমানা বা ফিস আদায়ের রশিদ
১৷ ইউনিয়ন পরিষদের নাম ..............................................................................
২৷ দাতার নাম ............................................................................................
৩৷ প্রদত্ত ফিস বা জরিমানার পরিমাণ...................................................................
৪৷ বিবরণ..................................................................................................
৫৷ প্রদানের তারিখ ......................................................................................

..........................................
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের স্বাক্ষর
গ্রাম আদালত চেয়ারম্যান
সীলমোহর
 

 

 

৮ নং ফরম
অর্থ আদায়

....................................................................................................................ইউনিয়ন পরিষদ
বরাবর,
থানা নির্বাহী অফিসার
............. থানা, ......................... জেলা৷
যেহেতু ১৯ ........................ সনের .................. নং মামলার ............................ টাকা ডিক্রী অনযায়ী অনাদায়ী রয়েছে, অতএব আপনাকে অনুরোধ করা যাচ্ছে যে, আপনি ১৯৭৬ সনের গ্রাম আদালত অধ্যাদেশের ৯ ধারার (৩) উপধারা অনুসারে ... ... ... এর নিকট হতে উপরোক্ত অঙ্কের টাকা আদায় করবেন এবং তা ... ... ... ... ... ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বরাবরে প্রেরণ করবেন৷

 

 

তাং  ............................
সীলমোহর  ...................

.......................................

স্বাক্ষর
গ্রাম আদালতের চেয়ারম্যান
 

৯ নং ফরম

জরিমানা আদায়
............................................................................................. .... ইউনিয়ন পরিষদ
বরাবরে,
বিজ্ঞ থানা ম্যাজিষ্ট্রেট
... ... ... থানা, ... ... ... ... জেলা৷
যেহেতু ................... সনের ............................ নম্বর মামলায় .............................. নাম ............................ ঠিকানা এর উপর ............................................. টাকা জরিমানা ধার্য করা হয়েছে এবং যা এখনও আদায় হয়নি সেহেতু ১৯৭৬ সনের গ্রাম আদালতে অধ্যাদেশের ১২ ধারার ৯ উপধারা মোতাবেক উক্ত জরিমানার অর্থ আদায় করে .................................... ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বরাবরে প্রেরণ করতে অনুরোধ জানানো যাচ্ছে৷

 

তাং  ............................
সীলমোহর  ....................


...........................................
স্বাক্ষর
গ্রাম আদালতের চেয়ারম্যান