০৭ নং খেদাপাড়া ইউনিয়ন পরিষদ
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিম্নরুপঃ
১। ২০১০ সালের ১১ই নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে ৪,৫০১ টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন ঘোষনা করেন। তারপর থেকে এ পর্যন্ত নিচের সেবাসমুহ সরকার নিশ্চিত করেছে এবং এর সুফল গ্রামের খেটে খাওয়া মানুষ পেতে শুরু করেছে।
কৃষকদের জন্য সার বিতরণ,কৃষকের স্বার্থে আইপিএম ক্লাব প্রতিষ্ঠা,স্যানিটারী ল্যাট্রিন তৈরি,বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্দি ভতা প্রদান,মাতৃত্বকালিন ভাতা,হতদরিদ্র ভাতা,কাজের বিনিময়ে টাকা,শিক্ষা প্রতিষ্ঠানে চেয়ার টেবিল সরবরাহ,বিল্ডিং মেরামত,গভীর-অগভীর নলকুপ স্থাপনরাস্তার ফ্লাট সোলিং রাস্তায় বক্স কালভার্ট নির্মাণ,
২। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ও অবসর সুবিধা এখন অনলাইনে .৬মার্চ'১২ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০.৩০টায় বিটিভিতে সরাসরিউদ্বোধন ঘোষনা করলেন।
৩। গ্রামের খেটে খাওয়া মানুষকেপাসপোর্ট অফিসের হয়রানির হাত থেকে মুক্ত করেছে সরকার।
৪।শহরে না গিয়ে গ্রামে বসে জেলা প্রসাশনের সকল কাজ করার সুযোগ করে দিয়েছে সরকার।
৫।শিক্ষা অফিসের,ভূমি অফিসের কাজ,পুলিশ সুপার অফিসের কাজ,মন্ত্রনালয়ের কাজসহ সকল অফিস আদালতের কাজ এখন হাতের মুঠোয় এসে গেছে।
৬।বাংলাদেশ কারিগরি বোর্ড এর অনুমোদন-কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন ও ড্যাটাব্যাজ প্রোগ্রামের আবেদনের ভিত্তিতে ২২/০৬/১২ইং তারিখ রোজ শুক্রবার বাংলাদেশ কারিগরি বোর্ড এর সহকারি পরিচালক (প্রকাশনা) মোঃআব্দুল্লাহ আল মাবুদ এসেছিলেন নেহালপুর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র পরিদর্শনে এসে এবং কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের অনুমোদন প্রদান করেন।এ পর্যন্ত সর্বমোট প্রায় ২০০ জন ছেলে মেয়ে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন পেশায় কর্মরত আছে।
আমাদের তথ্য ত্রুটি মুক্ত নয়,এবাদেও যদি আপনাদের কোন সঠিক তথ্য জানা থাকে তাহলে নেহালপুর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে এসে অথবা মেইল করে আমাদেরকে তথ্য প্রদানে সহযোগিতা দিবেন।
তথ্য সংগ্রহেঃ
মোঃ আনোয়ার হোসেন,
পরিচালক/উদ্যোক্তা
০৭নং খেদাপাড়া ইউনিয়ন পরিষদ,
মনিরামপুর,যশোর।
মোবাইল- ০১৭১৪-৭৭৯০৩৭, ০১৮২৮-২৩৩৭৬২
e-mail - upkhadapara@gmail.com, uisc.khedapara@gmail.com
skype - md.anwar.hossian
খেদাপাড়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র,মনিরামপুর,যশোর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস